শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেওয়ার পরপরই তাকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার নতুন প্রকাশিত এক নথিতে এ তথ্য পাওয়া গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন বিচার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত লক্ষাধিক নথির মধ্যে একটি পৃষ্ঠায় মধ্য লন্ডনের রাজকীয় বাসভবনে যাতায়াতের আমন্ত্রণ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
এই নথিপত্রগুলো সাধারণ মানুষকে সরকারি ও ঐতিহাসিক ঘটনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি অংশ হিসেবে শুক্রবার প্রকাশ্যে আনা হয়েছে।
এই ধরনের গোপন নথিগুলো সাধারণত গুরুত্বপূর্ণ তদন্ত বা ঐতিহাসিক গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে জনসমক্ষে আনা হয়।
একটি বার্তা অনুযায়ী জানা গেছে, এপস্টাইন লন্ডনে থাকার সময় ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর অ্যান্ড্রুর সঙ্গে যোগাযোগ করেন এবং লিখেন: ‘আপনি আমাকে কখন চান... আমাদের কতক্ষণ একান্ত সময় কাটাতে হবে।’
অ্যান্ড্রু উত্তরে লিখেন যে, তিনি স্কটল্যান্ড ছেড়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘আমরা বাকিংহাম প্যালেসে রাতের খাবার খেতে পারি এবং একান্ত সময় উপভোগ করতে পারি।’
দুই দিন পর অ্যান্ড্রু আবার ইমেল করেন।
তিনি লিখেন, ‘আপনি এখানে বাকিংহাম প্যালেসে আসছেন বলে আমি আনন্দিত।’
অ্যান্ড্রু কখনও কোনো দোষ স্বীকার করেননি। গত বছর এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কারণে রাজা তাকে সমস্ত রাজকীয় উপাধি থেকে বঞ্চিত করেন।
প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের তখনকার লন্ডনের সরকারি বাসভবনে কোনও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছিল কি-না, তা জানা যায়নি।