শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস)-এর প্রধান হিসেবে নতুন একজনকে মনোনীত করেছেন।
দুর্বল কর্মসংস্থান পরিসংখ্যান প্রকাশের অভিযোগে তিনি গত বছর সংস্থাটির আগের প্রধানকে বিতর্কিতভাবে বরখাস্ত করেছিলেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দেন, বর্তমানে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অর্থনীতিবিদ ব্রেট মাতসুমোতোকে বিএলএস কমিশনার হিসেবে মনোনয়ন দেবেন তিনি।
শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি মাসিক কর্মসংস্থানসহ বিভিন্ন অর্থনৈতিক তথ্য সংগ্রহ ও প্রকাশ করে, যেটিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির স্বাস্থ্যের সূচক হিসেবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।
গত আগস্টে ট্রাম্প অনেককে বিস্মিত করেন, যখন তিনি চার বছরের মেয়াদের মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএলএস কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেন।
ওই সময়ে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন যে আগের মাসের হতাশাজনক কর্মসংস্থান পরিসংখ্যান তিনি ‘জাল’ করেছিলেন।
এরপর ট্রাম্প পদটিতে তার একনিষ্ঠ সমর্থক ও রক্ষণশীল অর্থনীতিবিদ ই. জে. আন্তোনিকে নিয়োগ দেন।
তবে সরকারি অভিজ্ঞতার অভাব, সংস্থার স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও অতীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বমূলক ও নারী-বিদ্বেষী মন্তব্যের কারণে কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্যের কাছ থেকে আন্তোনির মনোনয়ন প্রতিরোধের মুখে পড়ে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের অনুমোদন সাপেক্ষে দায়িত্ব গ্রহণকারী মাতসুমোতোর বিএলএস-এ ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং তার কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস নেই।