বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ‘সমন্বিত’ হামলা

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান জুড়ে শনিবার ‘সমন্বিত’ হামলা চালিয়েছে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। 

কর্মকর্তাদের তথ্যমতে, বিদ্রোহ-কবলিত এই অঞ্চলে সবশেষ এই সহিংসতায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছে।

কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

প্রাদেশিক রাজধানী কোয়েটায় অবস্থানরত একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘বেলুচিস্তানজুড়ে সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হচ্ছে। যার মূল কেন্দ্রবিন্দু কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি এবং গোয়াদর জেলা।’