বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১০

পুতিনের সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। শুক্রবার মস্কোয় এ বৈঠক হয় বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্রেমলিন তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ক্রেমলিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানিকে অভ্যর্থনা জানিয়েছেন। লারিজানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন।’

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এড়াতে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে চায়।

একইসঙ্গে ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের ওপর দেশটির সরকারের কঠোর দমনপীড়নের পর এই হুমকি দিলেন ট্রাম্প। 

পর্যবেক্ষকদের মতে, ওই দমনপীড়নে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

মস্কোতে অবস্থিত ইরান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির এই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক এবং ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু’ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, আলী লারিজানির এই মস্কো সফরের খবর আগে থেকে জানানো হয়নি।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মস্কো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান মিত্র ইরান। পাশাপাশি রাশিয়াও আন্তর্জাতিক অঙ্গনে তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে আসছে।