বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:২৭

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে না নিউজিল্যান্ড

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ড। 

শুক্রবার দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অনীহা প্রকাশ করা হয়। এর মাধ্যমে ট্রাম্পের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া গুটিকয়েক দেশের তালিকায় যুক্ত হলো নিউজিল্যান্ড।

ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃতিতে বলেন, ‘বর্তমান কাঠামোতে নিউজিল্যান্ড এই বোর্ডে যোগ দেবে না। তবে আমরা এর কার্যক্রম পর্যবেক্ষণ চালিয়ে যাব।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে বেশ কিছু দেশ, বিশেষ করে এই অঞ্চলের দেশগুলো গাজা ইস্যুতে বোর্ডের হয়ে কাজ করতে এগিয়ে এসেছে। সেখানে নিউজিল্যান্ডের নতুন করে যুক্ত হওয়া খুব একটা বাড়তি গুরুত্ব বহন করবে না।’

ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে অনেক রাষ্ট্র সংশয় প্রকাশ করলেও ফ্রান্স, নরওয়ে ও ক্রোয়েশিয়ার মতো মাত্র কয়েকটি দেশ এখন পর্যন্ত সরাসরি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। 

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং উপ-প্রধানমন্ত্রী ডেভিড সেমোরের সঙ্গে আলোচনার ভিত্তিতেই পররাষ্ট্রমন্ত্রী পিটার্স এই সিদ্ধান্ত নেন।

তবে ওয়েলিংটন এই বোর্ডের ধারণাকে একেবারে উড়িয়ে দেয়নি। বরং জাতিসংঘের প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে।

উইনস্টন পিটার্স বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২ হাজার ৮০৩ নম্বর প্রস্তাব অনুযায়ী গাজায় এই শান্তি পরিষদের ভূমিকা আমরা দেখতে চাই। জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের সমর্থক হিসেবে আমরা মনে করি, এই বোর্ডের কাজ অবশ্যই জাতিসংঘ সনদের পরিপূরক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’

তিনি আরও বলেন করেন, ‘যেহেতু এটি একটি নতুন সংস্থা, তাই এর ভবিষ্যৎ কর্মপরিধি ও লক্ষ্য নিয়ে আমাদের আরও স্বচ্ছতা প্রয়োজন।’

গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের যাত্রা শুরু করেন ট্রাম্প। সে সময় ১৯টি দেশের নেতা ও কর্মকর্তাদের উপস্থিতিতে এর প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করা হয়।

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের তদারকি করার কথা থাকলেও এই শান্তি পরিষদের সনদে এর ভূমিকা কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ রাখা হয়নি।