বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:১৭

তেল শিল্পের সংস্কারের পর ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার আইনপ্রণেতারা মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় প্রবেশের পথ প্রশস্ত করে সংস্কার পাস করার পর গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। 


দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের একটি মূল লক্ষ্য।

ভেনেজুয়েলার আইনপ্রণেতারা তেল শিল্পকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পক্ষে ভোট দেওয়ার এক ঘন্টার মধ্যে, মার্কিন ট্রেজারি বিভাগ মার্কিন কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় তেল সংস্থা পিডিভিএসএ-এর সঙ্গে বাণিজ্য করার অনুমতি দিয়ে একটি সাধারণ লাইসেন্স বা অনুমতিপত্র জারি করেছে।


অনুমতিপত্রে বলা হয়েছে, অনুমোদিত কার্যক্রমের মধ্যে তেল পরিশোধন অন্তর্ভুক্ত রয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তেল শিল্প কর্মীদের উদ্দেশ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই সংস্কারকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন।

আমরা ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি, ‘ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর রদ্রিগেজ বলেন, যিনি ভেনেজুয়েলার আকাশ সীমা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন।’

-‘ভবিষ্যতের জন্য’-

গত ৩ জানুয়ারি এক ভয়াবহ মার্কিন অভিযানে নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর, ট্রাম্প কারাকাসের ওপর চাপ সৃষ্টি করেন যাতে করে তিনি তার তেল ক্ষেত্রগুলোকে আমেরিকান বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেন।

মার্কিন প্রেসিডেন্ট মাদুরোর ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজকে ক্ষমতা গ্রহণের জন্য সমর্থন করেছেন, এই শর্তে যে তিনি ওয়াশিংটনকে বিশ্বের বৃহত্তম তেল মজুদে প্রবেশাধিকার দেবেন।

রদ্রিগেজ তার দাবি মেনে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে। 

তিনি  যুক্তি দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য বিদেশী পুঁজি বা মূলধন সরবরাহ অপরিহার্য। 

গতকাল বৃহস্পতিবার গৃহীত সংস্কারটি মার্কিন বড় তেল কোম্পানিগুলোকে পুনরায় প্রবেশের পথ সুগম করছে।