বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৫
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:২১

‘আশা করি’ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না: ট্রাম্প

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরও আলোচনার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া সম্পকে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমি আমার প্রথম মেয়াদে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করেছি। এখন আমাদের একটি বাহিনী ইরানের দিকে যাচ্ছে। আশা করছি, আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন হবে না।’

ইরানের সাথে আলোচনায় বসবেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আগেও আলোচনা করেছি এবং আরও আলোচনার পরিকল্পনা করছি। তিনি বলেন, হ্যাঁ, আমাদের অনেকগুলো বড় ও শক্তিশালী জাহাজ এখন ইরানের পথে। যদি সেগুলো ব্যবহার করতে না হয়, তবে সেটিই হবে সবচেয়ে ভালো বিষয়।’