শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মিয়ানমারভিত্তিক অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন।
রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টেলিকম প্রতারণা কেন্দ্র পরিচালনায় জড়িত ওই চক্রের ‘গুরুত্বপূর্ণ সদস্যরাও’ দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন।
বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সর্বোচ্চ আদালতের অনুমোদন পাওয়ার পর চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ নগরীর একটি আদালত এ সব মৃত্যুদণ্ড কার্যকর করে।