বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:০১

ভেনিজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ নাগরিক নিহত: হাভানা

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে চালানো মার্কিন হামলার সময় কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। 

কিউবার সরকার গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় টেলিভিশনের মাধ্যমে এক বিবৃতিতে কিউবান সরকার জানিয়েছে, ‘ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত অপরাধমূলক হামলার ফলে, এই যুদ্ধ অভিযানে ৩২ জন কিউবান প্রাণ হারিয়েছেন।’

কিউবার কর্মকর্তারা আরও জানান, নিহত এই কিউবান ‘যোদ্ধারা’ ছিলেন কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য।  ভেনিজুয়েলা সরকারের অনুরোধে সে দেশের সামরিক বাহিনীর পক্ষে ‘মিশন পরিচালনার’ সময় এরা নিহত হয়েছেন।

কিউবার  সরকার এক  বিবৃতিতে বলেছে, সৈন্যরা ‘মর্যাদা ও বীরত্বের সঙ্গে’ তাদের কর্তব্য পালন করেছেন। 

তারা আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন ও তীব্র প্রতিরোধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার ফলে জীবন উৎসর্গ করেছেন।

হাভানা আজ সোমবার ভোর থেকে শুরু করে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সম্মান ও মহিমা সেই সাহসী কিউবান যোদ্ধাদের, যারা সাম্রাজ্যবাদের পোশাক পরিহিত সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে প্রাণ উৎসর্গ করেছেন।’