বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

নাইজেরিয়ায় ডাকাতের হামলায় ৩০ জনের বেশি নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে ডাকাতদের হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আজ রোববার স্থানীয় পুলিশ জানিয়েছে, সেখানে আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে।

লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, ‘শনিবারের হামলায় ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, এছাড়া কয়েকজনকে অপহরণও করা হয়েছে।’