বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:২৬

সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ হামলা

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিরিয়ায় উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি ভূগর্ভস্থ আস্তানায় শনিবার রাতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, আস্তানাটি সম্ভবত অস্ত্র মজুতের কাজে ব্যবহার করত আইএস। যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) এবং ফরাসি বিমানবাহিনী এই সফল অভিযানে অংশ নেয়।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আইএসের আরবি সংক্ষিপ্ত নাম ‘দাইশ’ উল্লেখ করে বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘ফ্রান্সের সঙ্গে এক যৌথ অভিযানে দাইশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে রয়্যাল এয়ার ফোর্সের বিমান।’

বিবৃতিতে আরও জানানো হয়, সিরিয়ার প্রাচীন ঐতিহাসিক শহর পালমিরার উত্তরাঞ্চলীয় এক জনমানবহীন এলাকায় এই হামলা চালানো হয়।