শিরোনাম

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার একটি আদালত ‘সন্ত্রাসবাদকে ন্যায্য প্রমাণ করার’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর অতি-বামপন্থী কর্মী সের্গেই উদালতসভকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, গত ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বিচার-পূর্ব আটক থাকা উদালতসভ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং তিনি অনশন শুরু করারও ঘোষণা দিয়েছেন।
ইন্টারফ্যাক্স আরও জানায়, ‘মস্কোর দ্বিতীয় পশ্চিম জেলা সামরিক আদালতের বিচারক উদালতসভকে ছয় বছরের কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
৪৮ বছর বয়সী উদালতসভ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে এই সাজা ভোগ করবেন।
মস্কো ২০২২ সালে ইউক্রেনে তার হামলা চালানোর পর থেকে বিরোধী দল ও বাকস্বাধীনতার ওপর ব্যাপকভাবে দমন-পীড়ন চালিয়েছে এবং যারা সরকারি নীতির সঙ্গে একমত নয়, তাদের প্রায়শই ‘সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়ার’ অভিযোগে অভিযুক্ত করেছে।
উদালতসভের মামলার সঠিক অভিযোগগুলো গোপন করা হয়েছে। তবে তিনি পূর্ববর্তী আদালতের শুনানিতে বলেছিলেন যে তার বিরুদ্ধে রাশিয়ার উফা শহরে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী সংগঠিত করার অভিযোগে মার্কসবাদী কর্মীদের অনলাইনে সমর্থন প্রকাশ করার অভিযোগ রয়েছে।
তিনি ২০১২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুনর্নির্বাচনের বিরুদ্ধে গণ-বিক্ষোভে বক্তৃতা দেওয়া বিরোধী নেতাদের একজন ছিলেন।
গত ২০১৪ সালে ‘গণ-দাঙ্গা’ সংগঠিত করার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয় এবং তিন বছর জেল ভোগ করেন।
কিন্তু তিনি ইউক্রেনে মস্কোর হামলার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে, তিনি দেশপ্রেমিক অবস্থান থেকে পুতিনের বিরোধিতা করেছেন।
উদালতসভ সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের একজন প্রবল ভক্ত এবং তিনি সোভিয়েত ইউনিয়নের পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
তিনি গত ২০১২ সালে রেইন টিভি চ্যানেলে বলেছিলেন, ‘স্টালিন অপরাধী ছিলেন না।’
স্টালিনের জন্মদিনে স্মরণোৎসব আয়োজনের জন্য তাকে বহুবার আটক ও জরিমানা করা হয়েছে।