বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৪

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বড়দিনের আগের দিন বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামে যাওয়ার পথে জোন্টেকোমাটলান শহরে ওই দুর্ঘটনা ঘটে। 

জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বাস দুর্ঘটনায় এক শিশুসহ মোট ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এসব প্রাণঘাতী দুর্ঘটনায় প্রায়শই বাস ও ট্রাকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। অতিরিক্ত গতি কিংবা যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে এসব দুর্ঘটনা ঘটে।

নভেম্বর মাসের শেষের দিকে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একই ধরণের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়।