শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের এক ছেলে সোমবার শিকাগোর আদালতে মাদক পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন। মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শিকাগো ট্রিবিউন জানিয়েছে, কারাবন্দি সিনালোয়া কার্টেলের (মেক্সিকান মাদক পাচারকারী গোষ্ঠী) নেতার চার ছেলের একজন জোয়াকিন গুজম্যান লোপেজ। তিনি ২০২৪ সালের জুলাইয়ে টেক্সাসে গ্রেফতারের পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তবে শিকাগোর মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে সেই বক্তব্য পরিবর্তন করেন।
তার আরেক ভাই ওভিদিও গুজম্যান ২০২৫ সালের জুলাইয়ে সাজা কমানোর শর্তে, ষড়যন্ত্র ও অপরাধী চক্রে জড়িত থাকার অভিযোগে দোষ স্বীকার করেন।
ওভিদিও গুজম্যান জানান, তিনি ও তার ভাইরা মিলে তাদের বাবার কার্টেল ‘লস চ্যাপিতোস’-এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন।