বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩

বন্ডাই হামলার ঘটনায় ইহুদি সম্প্রদায়ের কাছে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে বন্দুক হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায়, ইহুদি সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

 সোমবার এক বিবৃতিতে আলবানিজ বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আমি এই নৃশংস ঘটনার দায় অনুভব করছি, যা আমার প্রধানমন্ত্রিত্বকালে ঘটেছে। ইহুদি সম্প্রদায় ও সমগ্র জাতি যা সহ্য করেছে, সে জন্য আমি দুঃখিত।’

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

আলবানিজ আরও বলেন, ‘সরকার অস্ট্রেলীয় ইহুদিদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিদিন কাজ করবে। 

অস্ট্রেলীয় নাগরিক হিসেবে তাদের মৌলিক অধিকার রক্ষায় সরকার কাজ করে যাবে, যাতে তারা নিজেদের পরিচয়ে গর্ব করতে পারে, স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে, তাদের সন্তানদের শিক্ষা দিতে পারে ও অস্ট্রেলীয় সমাজে সম্পূর্ণভাবে অংশ নিতে পারে।’

সিডনির বন্ডাই এলাকায় হানুকা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে।