বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪

বন্ডাই হামলার পর নিরাপত্তা বিষয়ে পর্যালোচনার নির্দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ রোববার পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘বন্ডাই সমুদ্র সৈকতে ভয়াবহ ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ানদের নিরাপদ রাখার জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর  যথাযথ ক্ষমতা, দক্ষতা, প্রযুক্ত, সরঞ্জামাদি  ও অবকাঠামো আছে কি-না, সরকারের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হবে।’