শিরোনাম

সিডনি, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে একটি বিশাল দাবানল ইতোমধ্যেই ৯ হাজার হেক্টর (২০ হাজার একর) বনভূমিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুষ্ক বনাঞ্চল ও দমকা গরম হাওয়ায় এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি উদ্ধার কর্মীদের উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে জানিয়েছেন, রাজ্যজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।
তিনি বলেন, ‘এই কয়েক ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক।’
ডিন নারামোরে আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে, এই তাপদাহের সঙ্গে রয়েছে গরম ও দমকা বাতাস। এই বাতাসই দাবানলকে আরও বিপজ্জনক ও চরম অবস্থায় ঠেলে দিচ্ছে।’
অস্ট্রেলিয়ায় গরমের মৌসুমে দাবানল একটি অত্যন্ত সাধারণ ঘটনা, আর তীব্র গরম ও বাতাসের কারণে একই সময়ে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দাবানল থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়া একেবারে নতুন নয়। বিশেষত জনবসতি কম এমন অঞ্চলে দাবানল দ্রুত ছড়ায়।
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী মাঠে কাজ করছে।
উদ্ভূত পরিস্থিতিতে, স্থানীয় জনগণকে সতর্ক থাকতে ও প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।