বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪০

বন্ডি বিচে হামলায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ বুধবার অনুষ্ঠিত হবে। এই হামলায় প্রাণ হারানো রাব্বি এলি শ্লাঞ্জারের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন শোকার্ত মানুষ।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

‘বন্ডি রাব্বি’ নামে পরিচিত পাঁচ সন্তানের জনক এলি শ্লাঞ্জারের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বন্ডি সিনাগগে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছে ‘এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জিউরি’।