বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২১

সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে রোববার দেশটির নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইদলিব প্রদেশের মারেত আল-নুমান সড়কে কর্তব্যরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সড়ক নিরাপত্তা বিভাগের চার সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।’

সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বন্দুকধারীরা নিরাপত্তা বিভাগের সদস্যদের ওপর গুলি চালিয়েছে।

তবে, আক্রমণকারীদের এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী অত্যন্ত দ্রুত ও আকস্মিক এক আক্রমণে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে। 

এর আগে, ইদলিব অঞ্চলটি বিদ্রোহী বিদেশী যোদ্ধাসহ জিহাদি গোষ্ঠীগুলোর একটি ঘাঁটি ছিল।

সিরিয়ার পালমিরায় মার্কিন-সিরিয়ার যৌথ টহল দলের ওপর হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার একদিন পর এই হামলাটি ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে  ‘সিরিয়ায় অত্যন্ত বিপজ্জনক অঞ্চলে মার্কিন ও সিরিয়ার বিরুদ্ধে আইএসআইএস-এর হামলা’ হিসেবে অভিহিত করেছেন এবং এই ঘটনায় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হুঁশিয়ার করে দিয়ে  বলেছেন, গোষ্ঠীটিকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে। 

এদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি শনিবারের এই হামলাকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন চ্যালেঞ্জ’ বলে আখ্যায়িত করেছেন।

সিরিয়ার নতুন কর্তৃপক্ষ এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে।

শনিবারের হামলার পর, কর্তৃপক্ষ হোমস প্রদেশ জুড়ে পালমিরার আইএস গ্রুপ সেলগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

মার্কিন নেতৃত্বাধীন জোট মাঝে মাঝে ইদলিব অঞ্চলে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, আইএস কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়।