শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রুশ আগ্রাসন বন্ধে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় ইউক্রেনের অংশগ্রহণ না থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি কিছুটা হতাশার কথা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
কেনেডি সেন্টার হলে সম্মাননা অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছি। আমাকে বলতে হয়, কয়েক ঘণ্টা আগেও প্রেসিডেন্ট জেলেনস্কি প্রস্তাবটি পড়েননি জেনে আমি কিছুটা হতাশ হয়েছি।’
মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের কয়েকদিনের আলোচনায় জেলেনস্কিও ছিলেন, তবে শনিবার কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তা শেষ হয়। তবে জেলেনস্কি ‘বাস্তব শান্তির’ লক্ষ্যে আরো আলোচনায় যেতে সম্মতি জানান।
যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের মস্কোয় প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এই আলোচনা শুরু হয়। সেখানে মার্কিন প্রস্তাবের কিছু অংশ মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে।
গত মাসে প্রথম আলোচনায় এলে মার্কিন শান্তি পরিকল্পনাটির খসড়া একাধিকবার বদলানো হয়েছে। সমালোচকেরা এটিকে রাশিয়ার প্রতি অতিরিক্ত নমনীয় বলে উল্লেখ করেন।