শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কম্বোডিয়ার সঙ্গে নতুন সীমান্ত সংঘর্ষে এক থাই সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। থাই সেনাবাহিনী আজ সোমবার এ তথ্য জানিয়েছে।উভয় পক্ষই তাদের সীমান্তে সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি এক বিবৃতিতে বলেন, ‘আজ সোমবার ভোরে উবোন রাতচাথানি প্রদেশে কম্বোডীয় সেনারা থাই বাহিনীর ওপর গুলি চালায়, যার ফলে একজন থাই সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি।’
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, সোমবার ভোরে প্রিয়াহ ভিহিয়ার এবং ওদ্দার মিয়ানচে সীমান্তবর্তী প্রদেশগুলোতে থাই বাহিনী কম্বোডীয় সৈন্যদের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, কম্বোডিয়া পাল্টা আক্রমণ করেনি।