শিরোনাম

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, থাইল্যান্ডের সঙ্গে নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘাতে তার দেশ পাল্টা হামলা চালিয়েছে। এর আগে দুই দিন ধরে সরকার দাবি করে আসছিল যে তারা কোনো পাল্টা জবাব দেয়নি।
নমপেন থেকে এএফপি এ খবর জানায়।
সেনেটের প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন মঙ্গলবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘যুদ্ধবিরতি মেনে চলতে এবং মানুষকে নিরাপদে সরিয়ে নিতে আমরা ২৪ ঘণ্টার বেশি সময় ধৈর্য ধরেছি। কিন্তু গতকাল সন্ধ্যায় আমরা পাল্টা আঘাত করেছি। রাতভর এবং আজ সকালে আরও প্রতিরোধ চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘শত্রু যেখানে আক্রমণ করেছে, আমাদের বাহিনীকে সেখানে লড়তে হবে। শত্রু ধ্বংসের কৌশল বাস্তবায়ন করতে হবে।’
হুন সেন আরও বলেন, ‘এখন আমরা আবার আত্মরক্ষার জন্য লড়াই করছি।’
চলতি বছরের গ্রীষ্মে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘাতে ৪৩ জন নিহত হয়। সীমান্তের দুই পাশে প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে অবশ্য যুদ্ধবিরতি কার্যকর হয়।
এই সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতে ছয়জন কম্বোডীয় বেসামরিক নাগরিক ও একজন থাই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।
নতুন সংঘাতের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে। সোমবার থাইল্যান্ড তাদের এই প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংক ব্যবহার করে।
এর আগে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা সোমবার দাবি করেন, থাই হামলার জবাবে কম্বোডীয় বাহিনী কোনো পাল্টা আঘাত চালায়নি।