বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪০

দূরবর্তী গ্রামগুলোতে তীব্র খাদ্যসংকট, জাতীয় দুর্যোগ ঘোষণার দাবিতে ক্ষোভ 

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সহজে ত্রাণ পৌঁছাতে না পারা ও টানা মৌসুমি বৃষ্টিতে সুমাত্রার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। 

আচেহ প্রদেশের গভর্নর মুজাকির মানাফ সতর্ক করে বলেছেন, তীব্র খাদ্য সংকটের কারণে মৃত্যুর সংখ্যা ৮৮৩ জনের বেশি হতে পারে। টানা বন্যা, ভূমিধস ও বিচ্ছিন্নতার কারণে অনেক মানুষ এখন অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ

এক সপ্তাহ ধরে উষ্ণমণ্ডলীয় ঝড় ও তীব্র বৃষ্টিপাতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে ১ হাজার ৭৭০ জন প্রাণ হারিয়েছে। 

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু ইন্দোনেশিয়াতেই ৮৮৩ জনের মৃত্যু ও এখন পর্যন্ত আরও ৫২০ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

আচেহের বহু এলাকা এখনও বিচ্ছিন্ন

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার আচেহ ও উত্তর সুমাত্রায় আবারও ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বহু সড়ক ভেসে গেছে, ঘরবাড়ি কাদায় চাপা পড়েছে এবং দূরবর্তী গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।