বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ২২:১০

ফ্রান্সে স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর ঘোষণা দিলেন ম্যাখোঁ

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ফ্রান্স আগামী গ্রীষ্ম থেকে ১০ মাস মেয়াদি স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

তিনি বলেন, একটি নতুন জাতীয় সেবা আগামী গ্রীষ্ম থেকে ধাপে ধাপে চালু করা হবে।

ফ্রান্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার  দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভার্সেস-আলিয়েরেস-এ-রিসেতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে তাদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে ‘শুধু দেশের ভূখণ্ডে’ মোতায়েন করা হবে।