শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): থাইল্যান্ড ও প্রতিবেশী মালয়েশিয়ায় ব্যাপক বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে বলে আজ বুধবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
থাইল্যান্ড সরকার গতকাল মঙ্গলবার সংখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে। গত সপ্তাহের শেষের দিক থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ প্লাবিত হয়েছে।
আজ এএফপি প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, সংখলার পর্যটন কেন্দ্র হাট ইয়েইতে রাস্তাঘাট এবং আবাসিক ভবনের নিচতলায় বন্যার ঘোলা পানি জমে আছে।
শহরের একজন বাসিন্দা থাই পাবলিক ব্রডকাস্টারকে জানান, তার ভবনের নিচতলা ডুবে গেছে এবং সর্বোচ্চ ১১ দশমিক ৫ ফুট পানি জমে গিয়েছিল।
তিনি আরো বলেন, আমাদের জন্য খাবার নিয়ে আসতে কাউকে ডাকার জন্য ছাদে উঠেছিলাম। এখনো ১ মিটারের কিছু কম পানি জমে আছে। কিন্তু আমি এখনো কোনো সাহায্য পাইনি। কারণ, আমার বাড়ি বন্যাদুর্গত এলাকার অনেক ভেতরে অবস্থিত।
দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সাতটি প্রদেশে তীব্র বন্যা দেখা দিয়েছে, যেখানে কয়েক মিলিয়ন মানুষ বাস করে।
গত সপ্তাহ থেকে সংখলার ১০ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে।
প্রতিবেশী মালয়েশিয়ায় কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে আটটি রাজ্য বন্যার কবলে পড়েছে। আগামী দিনে এই অঞ্চলে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।