শিরোনাম
ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): চীনের পূর্বাঞ্চলীয় একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরো ছয়জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
বেইজিং থেকে সিনহুয়া এই খবর জানায়।
সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বেইজিং থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পূর্বে শানদং প্রদেশের গাওমি শহরে অবস্থিত ইউদাও রাসায়নিক কারখানায় স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণটি ঘটে।
বেইজিংয়ের প্রভাবশালী সংবাদপত্র ‘জিনজিংবাও’ কর্তৃক সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আকাশে ধূসর ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী উঠে যাচ্ছে। এই সময় একটি শিল্প অঞ্চল এবং দোকানের জানালা ভেঙে গেছে।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, এই বিস্ফোরণে ‘পাঁচজন নিহত, ছয়জন নিখোঁজ এবং ১৯ জন সামান্য আহত’ হয়েছেন।
ভিডিও ক্লিপগুলোতে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, ভাঙা গাড়ির উইন্ডস্ক্রিন এবং গাঢ় কমলা রঙের আগুনের শিখা দেখা গেছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো ৫৫টি গাড়ি এবং ২৩২ জন উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছে।
চীনা অনলাইন মিডিয়া দ্য পেপারের মতে, ইউদাও কেমিক্যাল ‘কম-বিষাক্ত’ কীটনাশক তৈরি করে এবং ৪৭ হেক্টর (১১৬ একর) জমির ওপর প্রতিষ্ঠিত এই কারখানাটিতে প্রায় ৩শ’ জনকে নিয়োগ দেয়।
চীনে নিয়মিত শিল্প দুর্ঘটনা ঘটে, যেখানে এর অগুণিত কারখানায় নিরাপত্তা মান কখনো কখনো বজায় রাখা হয় না।
২০১৫ সালে বন্দর নগরী তিয়ানজিনে দাহ্য রাসায়নিক ধারণকারী গুদামে বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৭শ’ জন আহত হয়।