বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮

শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ (বুধবার) দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

এরপর রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এসময় হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি ড. ইউনূসকে জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।