শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বুধবার দক্ষিণ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহর ও এর আশপাশের এলাকায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ টেলিগ্রামে লিখেছেন, আহতদের সবাই জাপোরিঝঝিয়া শহর ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এর আগে উদ্ধারকর্মীরা জানান, একটি বহুতল আবাসিক ভবন, একটি বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।
ঘটনাস্থলে থাকা এএফপি সাংবাদিকরা দেখতে পান, হামলার পর একটি বহুতল আবাসিক ভবনে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আকাশে ঘন কালো ধোঁয়া উড়ছে।
ফেদোরভ আরও জানান, জাপোরিঝঝিয়া শহরের দক্ষিণে কুশুহুম এলাকায় একটি বেসামরিক গাড়িতে রুশ ড্রোন হামলায় আরও দুই জন আহত হয়েছে।
এই ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেনের শিল্পনগরী জাপোরিঝঝিয়ার জনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ ১০ হাজার।
দক্ষিণাঞ্চলীয় এই শহর ফ্রন্টলাইন থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই শহরটি ঘন ঘন রুশ বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।
২০২২ সালের শেষের দিকে ক্রেমলিন দাবি করেছিল যে ইউক্রেনের আরও তিনটি পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের সঙ্গে জাপোরিঝঝিয়া অঞ্চলকেও তারা নিজেদের সঙ্গে সংযুক্ত করেছে।
এ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধ বন্ধে শান্তি শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে জানা গেছে।
তবে সমালোচকদের মতে, এসব শর্ত রাশিয়ার জন্য অনুকূল।