বাসস
  ২৮ মে ২০২৫, ০০:০৬

গাজায় সহায়তা প্রবেশে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জার্মানি ও ফিনল্যান্ডের

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : জার্মানি ও ফিনল্যান্ড মঙ্গলবার গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে ইসরাইলের ওপর আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

ফিনল্যান্ডের তুরকুৃ থেকে এএফপি জানায়, ইসরাইল গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় তার সামরিক অভিযান সম্প্রসারিত করেছে। মাসব্যাপী অবরোধের পর অল্প পরিমাণ সহায়তা প্রবেশ করতে শুরু করলেও তীব্র খাদ্য ও ওষুধ সংকট তৈরি হয়েছে সেখানে, যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, যিনি সম্প্রতি ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন, বলেন, ‘মানবিক সহায়তা অবিলম্বে গাজায় পৌঁছাতে দিতে হবে।’

তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করব যেন সহায়তা সত্যিই তার গন্তব্যে পৌঁছায়। তবে এটাও গুরুত্বপূর্ণ যে হামাস যেন মানবিক সহায়তা আটকে না দেয়।’

চ্যান্সেলর মের্ৎস বলেন, ‘গাজা উপত্যকায় যা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রভাব সাধারণ মানুষের ওপর অত্যন্ত গুরুতর।’

ফিনিশ প্রধানমন্ত্রী অরপোও গাজায় অবিলম্বে সহায়তা প্রবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘মানবিক সহায়তা অবশ্যই এখনই পৌঁছাতে হবে এবং আমাদের এ লক্ষ্যে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে হামাস যেন তা বাধাগ্রস্ত না করে, সেটাও নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়, আমাদের এর মোকাবিলা করতেই হবে।’

এদিকে প্রতিবেশী সুইডেনে ইসরাইল রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। স্টকহোম সরকারের পক্ষ থেকে ইসরইলকে বলা হয়েছে, গাজায় ‘নিরাপদ ও বাধাহীন মানবিক প্রবেশাধিকার অবিলম্বে নিশ্চিত করতে হবে।’

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলের আত্মরক্ষার অধিকার স্বীকার করলেও বলেছে, ‘বর্তমানে যেভাবে যুদ্ধ পরিচালিত হচ্ছে তা গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরায়েলের অবশ্যই বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’