শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : সেন্ট পিটার ব্যাসিলিকার ব্যালকনি থেকে রোববার ‘রেজিনা কোয়েলি’ প্রার্থনায় নেতৃত্ব দেবেন নবনিযুক্ত পোপ লিও চতুর্দশ। ক্যাথলিক চার্চের পোপ হিসেবে এটি হবে জনসমক্ষে তাঁর দ্বিতীয় উপস্থিতি।
স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে প্রার্থনায় হাজারো মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ অনেকেই নতুন এই ধর্মগুরুকে কাছ থেকে দেখতে আগ্রহী।
পোপ লিও চতুর্দশের পারিবারিক নাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম পোপ। পেরুতে বহু বছর মিশনারি হিসেবে কাজ করেছেন।
গত বৃহস্পতিবার গোপন ধর্মসভায় কার্ডিনালরা তাঁকে ২৬৭ তম পোপ হিসেবে নির্বাচিত করেন। এরপর সেন্ট পিটারের ব্যালকনি থেকে প্রথম ভ্যাটিকানবাসিকে শুভেচ্ছা জানান পোপ লিও চতুর্দশ। সেসময় তিনি বলেন, ‘সারা পৃথিবীর সকল মানুষের জন্য শান্তি কামনা করি।’
শনিবার কার্ডিনালদের উদ্দেশে প্রথম ভাষণ দেন ৬৯ বছর বয়সী ফ্রান্সিস প্রেভোস্ট। সেসময় নিজেকে ‘ঈশ্বরের বিনয়ী সেবক’ বলে দাবী করেন।
পোপ লিও চতুর্দশ জানান, তিনি তাঁর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের জীবনধারা ও সেবার আদর্শ অনুসরণ করবেন। একই দিন তিনি সান্তা মারিয়া মাজারে পোপ ফ্রান্সিসের সমাধির সামনেও প্রার্থনা করেন।
তার আগে, ঝটিকা সফরে রোমের দক্ষিণ-পূর্বে অবস্থিত অগাস্টিনীয় ‘স্যানকচুয়ারি অব দ্য মাদার অব গুড কাউন্সেল’ গির্জায় যান পোপ লিও চতুর্দশ।
কার্ডিনালরা বলছেন, পোপ লিও সহানুভূতিশীল ও শান্তস্বভাবের। যদিও তাঁর পূর্বসূরি ফ্রান্সিস ছিলেন তুলনামূলকভাবে খোলামেলা স্বভাবের। তবে, শিকাগোতে জন্ম নেওয়া নতুন পোপ পূর্বসূরির মতই দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন বলেও মনে করছেন তারা।
নিউ ইয়র্কের রক্ষণশীল আর্চবিশপ টিমোথি ডোলান তাঁর স্বদেশীকে ‘গভীর বিশ্বাসী, প্রার্থনায় নিবিষ্ট ও মনোযোগী শ্রোতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘পোপ লিও চর্তুদশের এই গুণগুলোই আমাদের আশার আলো দেখায়।’
নবনিযুক্ত পোপের রোববারের ‘রেজিনা কোয়েলি’ প্রার্থনা পাঠ করা হবে মাদার মেরির উদ্দেশ্যে। যা বিশেষভাবে ইস্টার সময়ে পাঠ করা হয়। এটির মধ্য দিয়েই তাঁর কর্মব্যস্ত সপ্তাহের সূচনা হবে। ১২ মে, সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
আগামী ১৭ মে, শুক্রবার ভ্যাটিকানে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পবিত্র মেস-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপ হিসেবে মূল ধর্মীয় কার্যক্রম শুরু করবেন ১৮ মে।
পোপের প্রথম সাধারণ জনসভা (জেনারেল অডিয়েন্স) হবে আগামী ২১ মে। সাপ্তাহিক এ অনুষ্ঠানে বাইবেল পাঠ ও সংক্ষিপ্ত ধর্মোপদেশ দেওয়া হয়।
এদিকে, পোপ লিও ঘোষণা দিয়েছেন, ভ্যাটিকানের বিভিন্ন বিভাগের প্রধানরা আপাতত তাঁদের পদেই বহাল থাকবেন। ফ্রান্সিসের মৃত্যুর পর পদগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
ভ্যাটিকানের বিবৃতিতে জানানো হয়, ‘পবিত্র পিতা কিছু সময় ধ্যান, প্রার্থনা ও সংলাপের জন্য রাখতে চান। তারপরই তিনি স্থায়ী নিয়োগ বা পুনঃনিয়োগের সিদ্ধান্ত নেবেন।’
পোপ লিও চতুর্দশ রোমের চারটি প্রধান পোপাল গির্জার দায়িত্ব গ্রহণের সফরও শুরু করবেন শিগগিরই। এর অংশ হিসেবে আগামী ২৫ মে তিনি ‘সান্তা মারিয়া মাজোরে’ গির্জায় যাবেন। এটি রোমের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ মারিয়ান (মাদার মেরিকে উৎসর্গকৃত) গির্জাগুলোর অন্যতম।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রেভোস্টকে কার্ডিনাল মনোনীত করেন এবং ‘ডিক্যাস্টারি অব বিশপস’-এর প্রধান হিসেবে নিয়োগ দেন পোপ ফ্রান্সিস।