বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১৭:১৪
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৯:১৯

ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে পুরোদমে প্রস্তুতি চলছে : প্রধান নির্বাচন কমিশনার 

সিইসি এ এম এম নাসির উদ্দিন শনিবার রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : বাসস

রাজশাহী, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস): প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। এ লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ জন্য যা যা করণীয় সব করবে এই নির্বাচন কমিশন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন রাজনৈতিক দল কি বললো সেটা নির্বাচন কমিশনের ভাবার বিষয় নয়। সরকার চাচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন করবো। 

সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ চলছে। এই নির্বাচনের উপর নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোনদিকে যাবে? দেশ ও জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে।  প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যাতে অক্ষরে অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। 

তিনি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদের যে বিশাল একটা দায়িত্ব ছিল দিনরাত কষ্ট করে সেটি করা হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করেছি। মৃত ভোটার চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার তালিকায় নাম ছিল না তাদেরকে আমরা চিহ্নিত করেছি। সবমিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ করেছি। চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আশা করছি।  ভোটের জন্য যে কেনাকাটা করতে হয় সেটিও এগিয়ে চলছে। 

সীমানা নির্ধারণের মতো একটি বিষয় ছিল যেটি বড় কাজ ও সেটির খসড়া প্রকাশ করেছি। খসড়ার উপর আপত্তির শুনানি রোববার থেকে শুরু হবে। এখন ভোট কেন্দ্র বাছাই কাজ চলছে। অতীতে যারা অনিয়মের সাথে জড়িত ছিল তাদের পদায়নের প্রশ্নই আসে না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যথা সম্ভব যে ধরনের পদায়ন দরকার মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে সেটি করা হবে। এরপর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আগের থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এ পরিস্থিতির আরো উন্নতি হবে। 

সিইসি বলেন আমরা একটি দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য বসে আছেন, বাক্স দখল করার জন্য বসে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। 

তিনি আরও বলেন, আমরা দেশবাসীকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন করবো। কোথাও যদি শুনি ভোট কেন্দ্র দখল করা হয়েছে তাহলে ভোট বাতিল করে দেওয়া হবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা সর্বশক্তি দিয়ে পূরণ করবো।  সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব হয় সেটি প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে। আমরা ১৮ কোটি জনগণের পক্ষে। আমরা কারো কোনো অন্যায় আবদার শুনব না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো। সেই নির্দেশনা কর্মকর্তাদের  দেওয়া হয়েছে। 

তিনি বলেন, রোডম্যাপ দ্রুতই ঘোষণা হবে। আমি বিশ্বাস করি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দেশের মঙ্গল চায়। তারা দেশের জন্যই রাজনীতি করে। 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারা রাজনৈতিক কোনো কার্যক্রম চালাতে পারবে না। বিচারের রায় আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রায় কি আসে সেটি দেখতে হবে। তারপর বলা যাবে আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে কিনা। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।