বাসস
  ১০ মে ২০২৫, ২০:৪৭

কাশ্মীর ছাড়ছে আতঙ্কিত ভারতীয়রা, বিশেষ ট্রেনে চলে যাচ্ছে শত শত শ্রমিক

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : কাশ্মীরের শ্রীনগর থেকে শনিবার বিশেষ ট্রেনে করে শত শত অভ্যন্তরীণ শ্রমিক নিরাপত্তা উদ্বেগে অঞ্চলটি ত্যাগ করছেন। সাম্প্রতিক সহিংসতা ও হুমকির মধ্যে এ ঘটনা ঘটছে, যখন অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী হামলা ও রাজনৈতিক অস্থিরতা আবারও মাথাচাড়া দিয়েছে।

শ্রীনগর থেকে এএফপি জানায়, স্থানীয় রেলস্টেশনে দেখা গেছে, ব্যাগপ্যাক কাঁধে, মাথায় পাগড়ি বাঁধা কিংবা ছোট পোটলা হাতে শত শত দিনমজুর, নির্মাণশ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন। অনেকের চোখে ছিল আতঙ্ক ও অনিশ্চয়তা। অধিকাংশই ভারতের অন্যান্য রাজ্য থেকে কাজের সন্ধানে কাশ্মীরে এসেছিলেন।

কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানান, 'গত কয়েকদিনে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর স্থানীয় প্রশাসন শ্রমিকদের জন্য নিরাপত্তা জোরদার করেছে। তবে ভয় এতটাই বেড়েছে যে কেউই আর ঝুঁকি নিতে চাইছেন না।'

শুক্রবার রাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই হিন্দু শ্রমিক নিহত হন। এর আগেও কাশ্মীর উপত্যকায় ‘অবৈধভাবে বসবাসকারী’ বলে অভিযুক্ত বেশ কয়েকজন অ-মুসলিম শ্রমিককে লক্ষ্য করে হামলা হয়েছে।

শ্রীনগর রেলস্টেশনের এক কর্মী জানান, শনিবার সকাল থেকেই ভিড় বাড়তে থাকে এবং নিরাপত্তার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। 'এটা অভ্যন্তরীণ মানুষদের গণপলায়ন। কাশ্মীরে এমন দৃশ্য বহুদিন পর দেখা গেল,' তিনি বলেন।

ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অঞ্চলটিতে জোরপূর্বক শান্তি চাপিয়ে দেওয়া হয়েছে এবং বেসামরিক মানুষ, বিশেষত বহিরাগত শ্রমিকরা বারবার সহিংসতার শিকার হচ্ছেন।

কাশ্মীরের স্থানীয় এক দোকানি বলেন,
'এই মানুষগুলো সস্তায় কাজ করে। কিন্তু যখনই হামলার শিকার হন, তখন তাদের পাশে দাঁড়ায় না কেউ। এখন তারা যাচ্ছে, কারণ বাঁচার অধিকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে—এমন ইঙ্গিত দিয়েই বিশেষ ট্রেনের এই ব্যবস্থাপনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য প্রশাসন সেনা টহল ও নজরদারি বাড়িয়েছে।