বাসস
  ১০ মে ২০২৫, ১৬:৩৩

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গ্রন্থাগারপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শীর্ষ গ্রন্থাগারপ্রধান কারলা হেইডেনকে বরখাস্ত করেছেন। শুক্রবার তার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্পের এই পদক্ষেপে কংগ্রেসের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান-আমেরিকান গ্রন্থাগারপ্রধানের মেয়াদ সংক্ষিপ্ত হলো।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, হেইডেন গ্রন্থাগারে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক (ডিইআই) নীতির নামে ‘উদ্বেগজনক’ উদ্যোগ নিয়েছেন এবং শিশুদের জন্য ‘অনুপযুক্ত’ বই রাখার অনুমোদন দিয়েছেন।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি না তিনি আমেরিকান করদাতাদের স্বার্থ রক্ষা করছিলেন। সুতরাং তাকে অপসারণ করা হয়েছে এবং এতে প্রেসিডেন্টের পূর্ণ আইনগত অধিকার রয়েছে।’

তবে হেইডেনকে অপসারণের ঘটনায় ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এটিকে ভিন্নমত দমন করার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিজ বলেন, ‘এটি একেবারেই নিন্দনীয় এবং ট্রাম্পের বই নিষিদ্ধ করা, মার্কিন ইতিহাসকে ধোলাই করা ও সময়কে পেছনে নিয়ে যাওয়ার অভিযানের সর্বশেষ পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘লাইব্রেরি অব কংগ্রেস হলো জনগণের গ্রন্থাগার। এই নজিরবিহীন আক্রমণের জন্য শিগগিরই জবাবদিহি করতে হবে।’

নিউ মেক্সিকোর সিনেটর মার্টিন হেইনরিখ বলেন, ‘হেইডেন এমন একটি গ্রন্থাগার পরিচালনা করেছেন যা প্রত্যেক আমেরিকানের জন্য উন্মুক্ত—সশরীরে এবং অনলাইনে।’

তিনি আরও বলেন, ‘যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বই নিষিদ্ধ করতে চান, মানুষকে কী পড়তে হবে তা বলে দিতে চান, সেখানে ড. হেইডেন পড়ালেখা এবং জ্ঞানচর্চাকে সবার জন্য সহজলভ্য করতে জীবন উৎসর্গ করেছেন।’

২০১৬ সালে কারলা হেইডেনকে লাইব্রেরি অব কংগ্রেসের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে পরবর্তীতে রক্ষণশীলদের সমালোচনার মুখে পড়েন তিনি। আমেরিকান অ্যাকাউন্টেবিলিটি ফাউন্ডেশন নামক একটি লবিং গোষ্ঠী অভিযোগ তোলে, হেইডেন ‘চরম যৌন আদর্শবাদ’ প্রচারের মাধ্যমে আমেরিকান শিশুদের ‘মগজধোলাই’ করতে চেয়েছেন।

এই গোষ্ঠী সামাজিক মাধ্যমে লিখেছে, ‘কারলা হেইডেন হচ্ছে ওয়োক, ট্রাম্পবিরোধী এবং শিশুদের ট্রান্স বানানোর পক্ষে। এখনই তাকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার সময়।’

হেইডেনের ১০ বছরের মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল।

লাইব্রেরি অব কংগ্রেস আইন প্রণয়নের প্রক্রিয়ায় গবেষণা ও তথ্য সরবরাহ করে এবং বই, চলচ্চিত্র, অডিওসহ বিপুল সংগ্রহ পরিচালনা করে। লাইব্রেরিয়ান অব কংগ্রেস নীতিনির্ধারণ, কর্মীব্যবস্থাপনা ছাড়াও যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিস এবং জাতীয় কবি (পোয়েট লরিয়েট) নিয়োগের দায়িত্ব পালন করে থাকেন।

গ্রন্থাগারটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।