বাসস
  ১০ মে ২০২৫, ১৫:৫৫

শ্রীলঙ্কায় মহড়া চলাকালে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মৃত্যু

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে শুক্রবার দক্ষতা প্রদর্শনের মহড়া চলাকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার কমান্ডো ও বিমান বাহিনীর দুই গানারসহ ছয় জন নিহত হয়েছে। 

একজন সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, রাজধানী কলম্বোর পূর্বে মাদুরু ওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‘রোপ জাম্প’ (দড়ি বেয়ে নিচে নামা) মহড়ার প্রস্তুতিকালে বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি একটি হ্রদে পড়ে যায়।

বিশেষ বাহিনীর প্রশিক্ষণ সমাবর্তন অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দ্রুত দড়ি বেয়ে নামার এই কৌশল প্রদর্শনের কথা ছিল তাদের। 

ওই কর্মকর্তা আরো জানান, ‘হেলিকপ্টারটিতে ১২ আরোহী ছিল। এর মধ্যে ছয় জন সামান্য আহত হয়েছে। নিহতদের মধ্যে চার জন কমান্ডো ও বিমান বাহিনীর দুই জন গানার রয়েছে।’ 

দুর্ঘটনার পর প্রশিক্ষণ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।