শিরোনাম
ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : চারটি মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ শুক্রবার জানিয়েছে, তারা ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে নির্বাসিত অভিবাসীদের আটকের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ফ্রান্সিসকোর সেন্টার ফর জেন্ডার অ্যান্ড রিফিউজি স্টাডিজের ব্লেইন বুকি বলেন, এক ডজনেরও বেশি নির্বাসিতদের পরিবারের পক্ষে কাজ করা এই দলগুলো ‘অপূরণীয় ক্ষতি’ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।
গত মার্চ মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭৯৮ সালের শত্রু আইন বা ‘এলিয়েন এনিমিস অ্যাক্ট’ প্রয়োগ করে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার কথিত সদস্যদের এল সালভাদরের একটি বিশাল কারাগার সিইসিওটি-তে পাঠানো হয়।
মার্কিন সুপ্রিম কোর্ট ও বেশ কয়েকটি নিম্ন আদালত যথাযথ প্রক্রিয়ার অভাবের কারণ দেখিয়ে, অস্পষ্ট আইনটি ব্যবহার করে সাময়িকভাবে বহিষ্কার বন্ধ করে দিয়েছে।
রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ইসাবেল কার্লোটা রবি এএফপিকে বলেন, সেখানে প্রায় ২৮৮ জন আছেন, কিন্তু যেহেতু সবকিছু এত অস্বচ্ছ এবং স্বচ্ছতা নেই, তাই আরো বেশি হতে পারে।
ট্রাম্পের শত্রু আইন বা এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগ করে অভিবাসীদের গ্যাং সদস্যপদে অভিযুক্ত করা হয়েছে ও বিচারকের সামনে না গিয়ে বা কোনও অপরাধের অভিযোগে অভিযুক্ত না করেই, এল সালভাদরে পাঠানো হয়েছে।
বুকি বলেন, আইএসিএইচআর-এর সুপারিশ বাধ্যতামূলক নয়। তবে এল সালভাদোরের আঞ্চলিক মানবাধিকার কনভেনশনের অধীনে বাধ্যবাধকতা রয়েছে যার এটি একটি পক্ষ।
তিনি আরো বলেন, ‘পরিস্থিতি গুরুতর ও আসন্ন হওয়ায়’ দলগুলো ওয়াশিংটন-ভিত্তিক আইএসিএইচআর-এর কাছ থেকে দ্রুত পদক্ষেপ চাইছে।
আপিলের অন্যান্য দলগুলো হল বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানবাধিকার ক্লিনিক ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের শরণার্থী অধিকার বিষয়ক গ্লোবাল স্ট্র্যাটেজিক লিটিগেশন কাউন্সিল।