শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লায়েনকে ‘চমৎকার’ মনে করেন এবং তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ওয়াশিংটন থকে এএফপি জানায়, যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে শুল্ক আলোচনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি খুব চমৎকার একজন মানুষ। আমি আশা করি, আমাদের দেখা হবে।’
ট্রাম্প যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি উন্মোচনের সময় এ কথা বলেন। এটি ট্রাম্পের প্রেসিডেন্সিতে বিশ্বব্যাপী শুল্ক আরোপের পর প্রথম আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি।
তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের বড় বিষয় হলো, তারা একটি চুক্তি করতে চায়। সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়, আমরাও সেটাই করছি।’
চীনকে মূল লক্ষ্য করে আরোপিত ১০ থেকে ১৪৫ শতাংশ পর্যন্ত বিভিন্ন হারের শুল্ক এড়াতে ইতোমধ্যে বেশ কিছু দেশ ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসেছে।
এপ্রিলে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যদিও পরবর্তীতে জুলাই পর্যন্ত সে সিদ্ধান্ত স্থগিত করা হয়। তবে ২৭-দেশের ইইউ ব্লকসহ বিশ্বব্যাপী সব আমদানির ওপর ‘নূন্যতম’ ১০ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।
ট্রাম্প বলেন, এই চুক্তি হবে যুক্তরাজ্যের সঙ্গে অনেক চুক্তির মধ্যে প্রথম, এবং তিনি আশা করছেন, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে ‘কঠিন’ আলোচনা থেকেও শিগগিরই ফল পাওয়া যাবে।
যুক্তরাজ্য ট্রাম্পের শুল্ক এড়াতে একাধিক উদ্যোগ নেয়, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস সফর, যেখানে তিনি রাজা তৃতীয় চাল সের পক্ষ থেকে ট্রাম্পকে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্রও দেন।
এর ফলস্বরূপ, যুক্তরাজ্যের গাড়ি রপ্তানিতে শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।