শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): ট্রাম্প প্রশাসন গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আসা লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা বাতিল করার অনুমতি চেয়ে আবেদন করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
সলিসিটর জেনারেল জন সাউয়ার নিম্ন আদালতের আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। যাতে প্রশাসনকে চারটি দেশের অভিবাসীদের জন্য মানবিক সুরক্ষা বন্ধ করতে বাধা দেওয়া হয়।
গত মার্চ মাসে, প্রশাসন প্রায় ৫ লাখ ৩২ হাজার কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার আইনি মর্যাদা বাতিল করার পদক্ষেপ নেয়। যারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা ‘প্যারোল’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
এই প্যারোল কর্মসূচির মাধ্যমে প্রতি মাসে চারটি দেশ থেকে সর্বোচ্চ ৩০ হাজার অভিবাসী দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারতেন। যাদের মানবাধিকারের রেকর্ড ভয়াবহ।
ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত জেলা জজ ইন্দিরা তালওয়ানি গত মাসে অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল করার ক্ষেত্রে প্রশাসনকে বাধা দিয়েছেন।
তার আদেশে, তালওয়ানি বলেছেন, প্রশাসন অভিবাসন আইনের একটি ত্রুটিপূর্ণ ব্যাখ্যার ওপর কাজ করেছে। দ্রুত বহিষ্কার যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে প্যারোল কর্মসূচির মাধ্যমে দেশে থাকার জন্য অনুমোদিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ট্রাম্পের প্রত্যাহারের ফলে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ফেডারেল রেজিস্টারে তাদের আদেশ প্রকাশের মাত্র ৩০ দিন পরে অভিবাসীরা ২৪ এপ্রিল থেকে তাদের আইনি সুরক্ষা হারানোর কথা।
ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে রক্ষণশীল-সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্টকে অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস) বাতিল করার জন্য তাদের প্রচেষ্টাকে সমর্থনের অনুরোধ করেছিল। যা ৩ লাখ ৫০ হাজারেরও বেশি ভেনেজুয়েলাকে নির্বাসন থেকে রক্ষা করেছিল।
গত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার কয়েকদিন আগে বাইডেন টিপিএস আরো ১৮ মাস বাড়িয়েছিলেন।
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ‘অস্বাভাবিক’ পরিস্থিতির কারণে নিরাপদে দেশে ফিরতে না পারা বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র টিপিএস দেয়।
ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক গত মার্চ মাসে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য নির্বাসন সুরক্ষা বন্ধ করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমের পরিকল্পনার ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন।
ট্রাম্প নির্বাচনী প্রচারণায় লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে তাঁর অ্যাজেন্ডার শীর্ষে রেখেছিলেন।
অন্যান্য পদক্ষেপের মধ্যে, তিনি ভেনেজুয়েলার কয়েকশ’ অভিযুক্ত গ্যাং সদস্যকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানোর জন্য যুদ্ধকালীন আইন প্রয়োগ করেছিলেন।