শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : জটিল অস্ত্রোপচারের পর, সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
৭০ বছর বয়সী এই নেতা গত মাসে অন্ত্রের ব্যথা দূর করতে পেটে অস্ত্রোপচার করান। ২০১৮ সালের নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর থেকে তার শরীরে এই জটিলতা দেখা দেয়। গতকাল শনিবার চিকিৎসকরা জানান, কয়েক দিনের মধ্যেই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন।
ব্রাসিলিয়ার ডিএফ স্টার ক্লিনিক এক বিবৃতিতে জানায়, ডানপন্থী এই রাজনীতিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বর্তমানে তিনি বেশ কিছু ফিজিওথেরাপি নিচ্ছেন। তবে এখন তার ব্যথা বা জ্বর নেই এবং রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৩ এপ্রিল তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর বলসোনারোর ১২ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর তিনি ১৭ দিন আইসিইউতে ছিলেন। গত বুধবার তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এদিকে, আইসিইউতে থাকাকালীন অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় তাকে নোটিশ পাঠায় ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, এতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা হস্তান্তর ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
যদিও ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ক্ষমতায় থাকা বলসোনারো এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে তার। ১৯৮৫ সালে সামরিক শাসন অবসানের পর এটি হবে ব্রাজিলের সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এধরণের প্রথম মামলা।
এরই মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় ২০৩০ সাল পর্যন্ত প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে বলসোনারোর। যদিও আগামী ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রতিদ্বন্দ্বিতা করারও সম্ভাবনা রয়েছে।