বাসস
  ০২ মে ২০২৫, ০৯:৫১

হাইতিতে তিন মাসে নিহত ১,৬০০: জাতিসংঘ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : চলতি বছরের প্রথম তিন মাসে হাইতিতে সহিংসতায় ১,৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি গ্যাং সদস্য বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ। দেশটির নিয়ন্ত্রণ দখলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানায়, পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশ হাইতি দীর্ঘদিন ধরে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্যাংগুলোর দখলে রয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। এ গ্যাংগুলো হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধে জড়িত।

রাজধানী পোর্তো-প্রিন্সের নিয়ন্ত্রণ নিতে এ গ্যাংগুলোর মধ্যে লড়াই চলছেই, সম্প্রতি তা আরও তীব্র আকার ধারণ করেছে।

এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে গ্যাং, আত্মরক্ষামূলক দল, সাধারণ জনগণের অসংগঠিত অংশ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ১,৬১৭ জন নিহত এবং ৫৮০ জন আহত হয়েছেন।’’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘নিজেদের মধ্যে ৯৩৬ জন সদস্য নিহত হওয়ার পরও গ্যাংগুলো পোর্তো-প্রিন্স মহানগর ও আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা জোরদার করেছে।’

জাতিসংঘ অনুমোদিত কেনিয়ার নেতৃত্বাধীন শান্তিরক্ষী মিশন এখন পর্যন্ত গ্যাংগুলোকে দমন করতে ব্যর্থ হয়েছে। এ মিশনে ছয়টি দেশের প্রায় ১,০০০ পুলিশ সদস্য রয়েছে, যদিও প্রাথমিকভাবে ২,৫০০ সদস্য থাকার কথা ছিল।

চরম অস্থিরতার মধ্যে থাকা এই ক্যারিবীয় দেশটি ‘সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে’ এবং ‘ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে এসেছে’ বলে সোমবার সতর্ক করেছেন হাইতিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি।