বাসস
  ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৭

জেলেনস্কির শীর্ষ সহকারী ও পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন

ইউক্রেনের প্রসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভোলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তারা ইইউ ও মার্কিন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করতে প্যারিসে এসেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফেরও ফ্রান্সের রাজধানীতে আসার সম্ভাবনা রয়েছে।  

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

আন্দ্রি ইয়েরমাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘আমি সবেমাত্র প্যারিসে অবতরণ করেছি। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সাথে একসঙ্গে পৌঁছেছি।’ 

তিনি আরও লিখেছেন, তারা ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পক্ষগুলো সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, আন্তর্জাতিক শান্তিরক্ষীদের সম্পৃক্ততা ও ইউক্রেনের নিরাপত্তা কাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা করবে।

ইউক্রেনের নগরীগুলোতে রাশিয়ার একের পর এক বিমান হামলার পরপর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওইসব হামলা কিয়েভ ও ইউরোপে ক্ষোভ সৃষ্টি করেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃহস্পতিবার প্যারিসে রুবিও ও উইটকফের সঙ্গে বৈঠক করবেন। তিনি ইউক্রেনকে রক্ষা করার জন্য একটি সমন্বিত ইউরোপীয় প্রতিক্রিয়া তৈরির প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।

তিন বছরের যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি সত্ত্বেও ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের চাপ এখনও ফলপ্রসূ হয়নি।

কিয়েভ এই ধারণাকে সমর্থন করার পর, পুতিন গত মাসে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ক্রেমলিন প্রধানের সাথে আলোচনার পর উইটকফ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘স্থায়ী শান্তির জন্য আগ্রহী।’ 

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটি ছিল পুতিনের সাথে তার তৃতীয় বৈঠক।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, তিনি একটি শান্তি চুক্তি ‘উদীয়মান’ দেখছেন।