শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জার্মানির পূর্বাঞ্চলে বড়দিনের বাজারে প্রাণঘাতী গাড়ি হামলার এক বছর পূর্তিতে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎজ। মাগডেবুর্গ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
শনিবার মাগডেবুর্গ নগরীর এক গির্জার অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এখানেই ২০২৪ সালের ২০ ডিসেম্বরের এক হামলায় ছয়জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন।
হামলাস্থলের কাছে প্রোটেস্ট্যান্ট যোহানিসকির্শে সেন্ট জনস চার্চে জড়ো হওয়া মানুষের উদ্দেশে মের্ৎজ বলেন, স্মরণানুষ্ঠানের এই দিনে, বিশেষ করে বড়দিন সামনে রেখে, সবাই যেন সান্ত্বনা ও শান্তিপূর্ণ সহাবস্থান খুঁজে পান।
তিনি আরও বলেন, জার্মানি এখনো এমন একটি দেশ, যেখানে অন্যায় ঘটলে নিঃশর্ত সংহতি দেখানো হয়। সহিংসতা যেখানেই ঘটুক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়।
গত ২০ নভেম্বর বাজারটি আবার খুলে দেওয়া হলেও, সশস্ত্র পুলিশের কড়া পাহারা ও কংক্রিটের ব্যারিকেডে সুরক্ষিত থাকলেও, গত বছরের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার বাজারটি বন্ধ রাখা হয়।
হামলার ঘটনায় সৌদি নাগরিক তালেব জাওয়াদ আল-আবদুলমোহসেন (৫১) বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি ভাড়ায় নেওয়া একটি এসইউভি গাড়ি ভিড়ের মধ্যে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন। কৌঁসুলিদের ভাষ্য, ব্যক্তিগত ক্ষোভের পাশাপাশি চরম ডানপন্থী ও ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গির মিশ্রনই ওই হামলার নেপথ্যের কারণ।
আঞ্চলিক নির্বাচনের আট মাস আগে চ্যান্সেলর মের্ৎজ এই বক্তব্য দেন। স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে মতামত জরিপে কট্টর ডানপন্থী দল এএফডি এগিয়ে রয়েছে।
আইনসভা নির্বাচনের প্রচার চলাকালেই ওই বাজারে হামলার ঘটনা ঘটে। অভিবাসীদের দ্বারা চালানো একাধিক হামলার মধ্যে এটি ছিল একটি। এসব ঘটনার জেরে জার্মানিতে অভিবাসন ও নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
এরপর ১৩ ডিসেম্বর জার্মান পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের একটি বড়দিনের বাজারে একই ধরনের গাড়ি হামলার পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও কৌঁসুলিরা জানান, সন্দেহভাজনদের মধ্যে একজন মিসরীয়, তিনজন মরক্কোর নাগরিক ও একজন সিরীয় রয়েছেন।