বাসস
  ১৪ এপ্রিল ২০২৫, ১৫:০৭

ভূমিকম্পে ত্রাণ সহায়তা নিয়ে আলোচনায় মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের বর্তমান চেয়ার আনোয়ার ইব্রাহিম সোমবার জানিয়েছেন, এই সপ্তাহে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিয়ানমারের একঘরে হয়ে পড়া জান্তা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভূমিকম্পে ত্রাণ সহায়তা নিয়ে আলোচনার জন্য এটি মিন অং হ্লাইংয়ের একটি বিরল বিদেশ সফর।

কুয়ালালামপুর এএফপি জানায়, ২০২১ সালে অং সান সু চিকে হটিয়ে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ান জান্তা প্রতিনিধিদের সম্মেলনগুলোতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়। এই অভ্যুত্থানের ফলে দেশটি এক গভীর গৃহযুদ্ধের মুখে পড়ে।

তবে আসিয়ানের চেয়ার হিসেবে আনোয়ার জানান, গত মার্চে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ সহায়তা দিতে যাওয়া মালয়েশীয় কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি বৃহস্পতিবার মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৮ মার্চের ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫ হাজারের বেশি ভবন ধ্বংস হয় এবং ৩,৬০০ জনের বেশি মানুষ নিহত হন। এতে দুই মিলিয়নেরও বেশি মানুষ সহায়তার প্রয়োজনীয়তায় পড়েছেন।

ভূমিকম্পের পর জান্তা বাহিনী একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয়। যদিও তদারককারীরা বলছেন, সংঘর্ষ এখনও চলছে।

আনোয়ার জানিয়েছেন, তিনি এই যুদ্ধবিরতি ২২ এপ্রিলের সময়সীমার পরও বাড়ানোর অনুরোধ জানাবেন।

অর্থ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আশা করছি, ১৭ এপ্রিলের আলোচনায় আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলব। আমরা সেখানকার জন্য উদ্ধারকারী দল পাঠাচ্ছি, তাই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

তিনি বলেন, ‘এই বৈঠকের উদ্দেশ্য মানবিক সহায়তা সহজ করা, কারণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ভয়াবহ।’

আনোয়ার আরও জানান, তার এই বৈঠকটি থাই নেতাদের সঙ্গে দক্ষিণ থাইল্যান্ডে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার ফাঁকে অনুষ্ঠিত হবে।

ক্ষমতা দখলের পর মিন অং হ্লাইং সাধারণত শুধু তার সরকারের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া এবং প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র চীনে সফর করেছেন। তবে এই মাসের শুরুতে তিনি ব্যতিক্রমভাবে বঙ্গোপসাগর ঘিরে গঠিত সাত জাতির অর্থনৈতিক জোট বিমসটেক-এর এক সম্মেলনে অংশ নিতে ব্যাংককে যান।

সমালোচকরা বলেছেন, ওই সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে তার সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে।

১০ সদস্যবিশিষ্ট আসিয়ান মিয়ানমারের গৃহযুদ্ধের সমাধানে এখনো তেমন কোনো কার্যকর কূটনৈতিক অগ্রগতি দেখাতে পারেনি এবং শান্তি পরিকল্পনায় অগ্রগতি না হওয়ায় মিন অং হ্লাইংকে তারা তাদের সম্মেলনগুলো থেকে দূরে রেখেছে।

তবে আনোয়ার বলেন, জান্তা প্রধানের সঙ্গে এই বৈঠক চূড়ান্ত করতে মাত্র একটি ফোন কলই যথেষ্ট ছিল।' সে আমাদের বন্ধুত্বকে স্বীকার করে এবং আলোচনায় প্রস্তুত,’ বলেন আনোয়ার।