বাসস
  ০৩ মে ২০২৫, ২১:৩৪

অস্ট্রেলিয়ার নির্বাচনে জয়ী হওয়ায় আলবানিজকে স্টারমারের অভিনন্দন

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার নির্বাচনে জয়ী হওয়ায় বামপন্থী লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার।

লন্ডন থেকে এএফপি জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে স্টারমার বলেছেন, দুই দেশ ‘আগের মতোই ঘনিষ্ঠ’ থাকবে।

ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যৌথ এইউকেইউএস নিরাপত্তা চুক্তির প্রশংসা করে তিনি বলেন, আমি জানি আমরা আমাদের অভিন্ন উচ্চাকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করে যাব।