বাসস
  ০৩ মে ২০২৫, ২১:৩৯

নাইজেরিয়ায় মোটা অঙ্কের জরিমানা, ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধের হুমকি মেটার

ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা নাইজেরিয়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের অভিযোগে গৃহীত ২২ কোটি মার্কিন ডলারের (প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা) জরিমানা বাতিল করতে লড়াই চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে না এলে দেশটিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা বন্ধ করে দিতে পারে।

লাগোস  থেকে এএফপি জানায়, গত সপ্তাহে নাইজেরিয়ার ফেডারেল প্রতিযোগিতা ও ভোক্তা সুরক্ষা কমিশনের (এ্ফসিসপিসি) আরোপিত জরিমানার বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ করে দেয় দেশটির একটি ট্রাইব্যুনাল।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, যেমন বিবিসি ও দ্য আফ্রিকা রিপোর্ট, মেটার আদালতে দাখিল করা নথির বরাত দিয়ে জানিয়েছে, ‘প্রয়োজন হলে, জোরপূর্বক আদেশ কার্যকর হওয়ার ঝুঁকি এড়াতে ফেসবুক ও ইনস্টাগ্রাম নাইজেরিয়ায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে মেটা।’

মেটার তিনটি মূল সামাজিক যোগাযোগমাধ্যম—হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম নাইজেরিয়ায় ব্যাপক জনপ্রিয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, জরিমানার টাকা জুন মাসের শেষ নাগাদ পরিশোধ করতে হবে।

এএফপিকে দেওয়া এক ই-মেইল বার্তায় মেটার মুখপাত্র বলেন, ‘আমরা এনডিপিসির (নাইজেরিয়ান ডাটা প্রোটেকশন কমিশন) সিদ্ধান্তের সঙ্গে একমত নই। কারণ, এতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য ব্যবহারে নিয়ন্ত্রণের জন্য থাকা নানা সেটিংস ও সরঞ্জামের দিকটি বিবেচনায় নেওয়া হয়নি। আমরা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি।’ 

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে নাইজেরিয়ার আইন লঙ্ঘনের অভিযোগ তোলে এনডিপিসি।

এফসিসিপিসি’র প্রধান নির্বাহী আদামু আবদুল্লাহি জানান, ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এনডিপিসির সঙ্গে যৌথ তদন্তে দেখা যায়, ‘নাইজেরীয় ভোক্তাদের তথ্য নিয়ে আক্রমণাত্মক ও অনধিকারচর্চা চালিয়েছে মেটা।’

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘এফসিসিপিসির আদেশে বহু ভুল রয়েছে এবং এটি হোয়াটসঅ্যাপ কীভাবে কাজ করে তা ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা জরুরি ভিত্তিতে এই আদেশ স্থগিত করতে এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি, যেন ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব না পড়ে।’

নাইজেরিয়ার ন্যাশনাল কমিউনিকেশন কমিশনের তথ্যমতে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশটিতে ইন্টারনেট সংযোগের সংখ্যা ছিল প্রায় ১৬ কোটি ৪৩ লাখ।