বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ ও চিকুনগুনিয়ায় ১৮

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩৩ জন এবং চিকুনগুনিয়ায় ১৮ জন আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে দশজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে, সাতজন বিআইটিআইডি হাসপাতালে, চট্টগ্রাম সিএমএইচে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বেসরকারি হাসপাতালে ১৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ২ হাজার ২৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ২১১ জন নগরীর এবং ১ হাজার ৪৩ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৮৮ জন পুরুষ, ৬৮২ জন নারী এবং ৩৮৪ জন শিশু রয়েছে।

অপরদিকে, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮১৭ জন, নারী ১ হাজার ৫৯ জন ও ২৪৬ জন শিশু রয়েছে।