শিরোনাম
ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : চিকিৎসক নির্যাতনের বিচার নিশ্চিত এবং নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা না করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম।
তিনি আজ এক বিবৃতিতে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সবার প্রত্যাশা ছিল চিকিৎসকদের সাথে ঘটা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়। অতীতে বিভিন্ন সময়ে চিকিৎসকরা নানাভাবে কর্মস্থলে হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির নজির দেখা যায়নি। ফলে একের পর এক চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটে চলেছে।
এবার কুষ্টিয়ায় এক চিকিৎসক দম্পতি দুর্বৃত্তদের হিংস্রতার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া সন্দেহবশত: কিছু অভিযোগকে সামনে রেখে ডা. শারমিন সুলতানা নিজ চেম্বারে দিনে-দুপুরে অপহরণের চেষ্টা এবং মারাত্মকভাবে জখমের শিকার হন। তাকে উদ্ধারের জন্য যাওয়া তার নির্দোষ স্বামী ডা. মুহাম্মদ মাসুদ রানা, তার ড্রাইভার ও ম্যানেজারও দুষ্কৃিতকারীদের হামলায় আহত হন। ছিনতাই করা হয় তাদের সঙ্গে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ না করে আইন নিজের হাতে তুলে নেয়ার যে মব জাস্টিসের কালচার তা কখনোই ভালো কিছু বয়ে আনবে না।
তিনি বলেন, স্বাধীন একটি দেশে দিনে-দুপুরে একজন চিকিৎসক দম্পতির ওপর এমন ন্যক্কারজনক হামলা আমাদের লজ্জিত করে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আক্রান্ত চিকিৎসক পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিসত্বর দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।