বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

বিএমইউতে গবেষকদের গবেষণার অগ্রগতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত

ছবি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি প্রোগ্রামে অধ্যয়নরত রিসার্চ গ্রান্টপ্রাপ্ত গবেষকদের গবেষণার অগ্রগতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমইউয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

ভাইস-চ্যান্সেলর বলেন, পিএইচডি প্রোগ্রাম বিএমইউয়ের আলোকবর্তিকা। পিএইচডি গবেষকদের গবেষণা বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিং অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

তিনি বলেন, পিএইচডি গবেষকদের গবেষণা থেকে এমন কিছু পাওয়া সম্ভব যা কপি রাইট, প্যাটেন্ট রাইটের মত বিষয় হতে পারে যা এই বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশের নিজস্ব সম্পদ হিসেবে গণ্য হবে। 

তিনি বলেন, পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা থেকে অর্জিত ফলাফলের প্রভাব জাতীয় নীতি নির্ধারণী পর্যায় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও প্রতিফলিত হতে পারে। সেক্ষেত্রে গবেষণার বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রোগীর সংখ্যা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চাইতে বেশি।  

ডা. শাহিনুল আলম আরও বলেন, তাই এ সকল রোগীদের ডাটাসমূহের সংরক্ষণাগার হতে পারে গবেষণার অফুরন্ত ভান্ডার। বিএমইউ এর গবেষণা বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে অবদান রাখবে সেটাই প্রত্যাশিত।   

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউ এর বর্তমান প্রশাসন গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। গবেষণার জন্য প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে।  

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, গবেষণার মাধ্যমে নব নব বিষয় আবিষ্কার হবে সেটাই কাম্য। গবেষণার বিষয় যেনো এমনভাবে নির্বাচন করা হয় যা রোগীদের জন্য, দেশের জন্য কাজে লাগে।

সভায় বিএমইউয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন ডা. এম আবু হেনা চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. সোহেল মাহমুদ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বিএমইউর বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট গাইডবৃন্দ অংশগ্রহণ করে মূল্যবান মতামত প্রদান করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ।