বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০

মুন্সীগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট  শুরু হয়েছে।

আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী টুর্নামেন্টের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা.কামরুল জমার্দার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন রশীদ ও  জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম। 

জেলা প্রশাসন মুন্সীগঞ্জের আয়োজনে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশ গ্রহন করছে। 

উদ্বোধনী খেলায় সরকারি হরগংগা কলেজ ৩-০ গোলে বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজ কে পরাজিত করে।