বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫

রাজবাড়ী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন

ছবি : বাসস

রাজবাড়ী, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডা. আবুল হোসেন কলেজ।

গতকাল বিকেলে রাজবাড়ী স্টেডিয়ামে দু’দিন ব্যাপী আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আবুল হোসেন কলেজ ১-০ গোলে কালুখালি সরকারী কলেজকে হারিয়ে শিরোপা জয় করে। 

ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক মো: তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী  পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবি এম মঞ্জরুল আলম দুলাল, কালুখালী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। 

এবারের টুর্নামেন্টে জেলার ৮টি কলেজ অংশ গ্রহণ করে।