শিরোনাম

রাজবাড়ী, ৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট।
তরুণদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও নেতৃত্ব এগিয়ে নেবার লক্ষ্যে হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
শনিবার প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আল আমিন খন্দকার, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবি এম মঞ্জুরুল আলম দুলালসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে মীর মোশাররফ হোসেন কলেজ জয়লাভ করে। গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে উঠে মীর মোশাররফ হোসেন কলেজ।
একই দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের প্রথম পর্বে মোট আটটি দলের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যান্য ম্যাচগুলোতে মুখোমুখি হয় কালুখালী সরকারি কলেজ বনাম গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ডা. আবুল হোসেন কলেজ বনাম রাজবাড়ী সরকারি কলেজ, পাংশা সরকারি কলেজ বনাম বালিয়াকান্দি সরকারি কলেজ।
দিনব্যাপী ম্যাচগুলোতে গ্যালারীতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং দর্শকদের প্রাণবন্ত উদ্দীপনায় পুরো স্টেডিয়াম মুখরিত ছিল।